Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

জমিতে স্বত্বের প্রমানপত্র, ভূমি রেকর্ড ও অন্যান্য কারণে ভূমি উন্নয়ন কর প্রদান করা ভূমি মালিকের কর্তব্য।

 ভূমি উন্নয়ন কর (খাজনা্) এর হারঃ

(ক) অকৃষি জমিঃ

ধাপ

বাণিজ্যিক কাজে ব্যবহ্রত জমির ভূমি উন্নয়ন করের হার

শিল্প কাজে ব্যবহ্রত জমির ভূমি উন্নয়ন করের হার

আবাসিক ও অন্যান্যকাজে ব্যবহ্রত জমির ভূমি উন্নয়ন করের হার

৩০০.০০  টাকা

১৫০.০০টাকা

৬০.০০ টাকা

২৫০.০০  টাকা

১৫০.০০টাকা

৫০.০০ টাকা

২০০.০০  টাকা

১২৫.০০টাকা

৪০.০০ টাকা

১০০.০০  টাকা

৭৫.০০টাকা

২০.০০ টাকা

৬০.০০   টাকা

৪০.০০টাকা

১৫.০০ টাকা

৪০.০০   টাকা

৩০.০০টাকা

১০.০০ টাকা

ভূমি উন্নয়ন কর প্রদান পদ্ধতিঃ

# প্রতি বাংলা বছরের জন্য নির্ধারিত ভূমি উন্নয়ন কর 30 জুনের মধ্যে পরিশোধ করতে হয়।

# একসাথে এক বছরের ভূমি উন্নয়ন কর প্রদান করা যায়।

# তহসীল অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে জমির রেকর্ডপত্র দেখিয়ে ভূমি উন্নয়ন করের পরিমান নির্ধারণ পূর্বক টাকা জমা দিয়ে সমপরিমান টাকার দাখিলা গ্রহন করতে হয়।

# কোন কারণে ভূমি উন্নয়ন কর বকেয়া থাকলে তা সুদসহ পরিশোধ করতে হয়।

# ভূমি উন্নয়ন কর প্রদানকারীর নিজ নামে সংশ্লিষ্ট জমি নামজারী করা থাকলে 01 (এক) দিনেই ভূমি উন্নয়ন কর জমা প্রদান করা যায়। পক্ষে অন্য কেউ এ ধরনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারে।

# ভূমি উন্নয়ন কর প্রদানকারীর (যদি তিনি ক্রয় বা অন্য সুত্রে মালিক হন) নামে সংশ্লিষ্ট জমি নামজারী করা না থাকলে পূর্বমালিক/সর্বশেষ রেকর্ডীয় মালিকের নামেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।

# অতিরিক্ত ফি কেউ দাবী করলে বা কোন অভিযোগ থাকলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং জেলা প্রশাসককে জামানোর জন্য অনুরোধ করা হলো।

সহকারী কমিশনার (ভূমি)

 

 

জমিতে স্বত্বের প্রমানপত্র, ভূমি রেকর্ড ও অন্যান্য কারণে ভূমি উন্নয়ন কর প্রদান করা ভূমি মালিকের কর্তব্য।

 ভূমি উন্নয়ন কর (খাজনা্) এর হারঃ

(ক)কৃষি জমিঃ

কৃষি জমির পরিমাণ

হার

(ক) 8.25 একর (25 বিঘা) পর্যন্ত

ভূমি উন্নয়ন কর মওকুফ

(খ) 8.25 একর উর্দ্ধ হইতে 10 একর পর্যন্ত

প্রতি শতাংশ 0.50 টাকা হার

(গ) 10.00 একরের উর্দ্ধে

প্রতি শতাংশ 1.00 টাকা হার

বি.দ্রঃ 8.25 একর বা 25 বিঘা এবং তার চেয়ে কর জমির মালিকের জন্য ভূমি উন্নয়ন কর মওকুফ। কিন্তু ইচ্ছা করলে মালিকানার প্রমানপত্র হিসেবে খতিয়ান প্রতি 2/- টাকা রশিদ খরচ প্রদান করে কর মওকুফ সীল সম্বলিত দাখিলা গ্রহণ করা যায়।

 

ভূমি উন্নয়ন কর প্রদান পদ্ধতিঃ

# প্রতি বাংলা বছরের জন্য নির্ধারিত ভূমি উন্নয়ন কর 30 জুনের মধ্যে পরিশোধ করতে হয়।

# একসাথে এক বছরের ভূমি উন্নয়ন কর প্রদান করা যায়।

# তহসীল অফিসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে জমির রেকর্ডপত্র দেখিয়ে ভূমি উন্নয়ন করের পরিমান নির্ধারণ পূর্বক টাকা জমা দিয়ে সমপরিমান টাকার দাখিলা গ্রহন করতে হয়।

# কোন কারণে ভূমি উন্নয়ন কর বকেয়া থাকলে তা সুদসহ পরিশোধ করতে হয়।

# ভূমি উন্নয়ন কর প্রদানকারীর নিজ নামে সংশ্লিষ্ট জমি নামজারী করা থাকলে 01 (এক) দিনেই ভূমি উন্নয়ন কর জমা প্রদান করা যায়। পক্ষে অন্য কেউ এ ধরনের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারে।

# ভূমি উন্নয়ন কর প্রদানকারীর (যদি তিনি ক্রয় বা অন্য সুত্রে মালিক হন) নামে সংশ্লিষ্ট জমি নামজারী করা না থাকলে পূর্বমালিক/সর্বশেষ রেকর্ডীয় মালিকের নামেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।

# অতিরিক্ত ফি কেউ দাবী করলে বা কোন অভিযোগ থাকলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং জেলা প্রশাসককে জামানোর জন্য অনুরোধ করা হলো।

সহকারী কমিশনার (ভূমি)